Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২২ ১৪:১৩

বাম থেকে মো. শাহাব উদ্দিন ও কে এম খালিদ, ছবি: সারাবাংলা

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এছাড়াও প্রতিমন্ত্রী কে এম খালিদের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনার পজিটিভ রিপোর্টে আসে। এর আগে গতকাল বুধবার (২৬ জানুয়ারি) তাকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

শাহাব উদ্দিন উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন। রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। এর আগে ২০২০ সালের করোনার আক্রান্ত হয়েছিলেন তিনি। সে কারণে গত ১২ আগস্ট হতে ২০ আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এদিকে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী ও তার স্ত্রী ড. সোহেলা আক্তার দুইজনেই মৃদু উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

সারাবাংলা/জেআর/এনএস

করোনাভাইরাস পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর