Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইজারের ওমিক্রন প্রতিরোধী ভ্যাকসিনের ট্রায়াল শুরু

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২২ ১০:০৭ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ১৩:১৫

ফাইল ছবি

করোনাভাইরাসের (কোভিড-১৯) ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধী নতুন ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছে ফাইজার এবং বায়োএনটেক। নতুন ভ্যারিয়েন্ট থেকে রক্ষা পেতে বুস্টার ডোজ এবং ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের জন্য তিনটি পৃথক ভ্যাকসিনের পরীক্ষা করার পরিকল্পনা করেছে কোম্পানি দুটি। খবর বিবিসি।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক মোট এক হাজার ৪০০ জনের মধ্যে এই ট্রায়াল শুরু করা হবে। এদিকে মার্কিন কোম্পানি মর্ডানা ওমিক্রন প্রতিরোধী ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু করার পরিকল্পনা করেছে।

বিজ্ঞাপন

অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকাও তাদের ভ্যাকসিনের নতুন সংস্করণ নিয়ে কাজ শুরু করেছে।

করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর কোম্পানিগুলো তাদের ভ্যাকসিনকে আরও উন্নত করার জন্য কাজ শুরু করে। কিন্তু গত দুই মাসে ওমিক্রন ভ্যারিয়েন্ট সারাবিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ায় সেই কাজে দ্রুত গতি পেয়েছে।

বিশ্বের অনেক দেশই এখন বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়ার কাজ শুরু করেছে। যা মৃত্যুসহ গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে ভালো সুফল দিচ্ছে। এমনকি তা ওমিক্রনের বিরুদ্ধেও ভালো কাজ করছে।

সারাবাংলা/এনএস

ওমিক্রন করোনাভাইরাস টপ নিউজ ফাইজার ফাইজার ও বায়োএনটেক বায়োএনটেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর