Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তায় মাতলামি, ৩ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২২ ২২:১৫

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে মাদক সেবন করে মতলামি করার অভিযোগে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে পাঁচশ টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে পুলিশের সহযোগিতায় আটক করে দেলোয়ারকে এই সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অনিমেষ সোম।

বিজ্ঞাপন

সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ সোম বলেন, ভাদুরিয়া ইউনিয়নের গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের বাজার এলাকায় নেশা পান করে এক জনকে মাতলামি করছিল বলে খবর পাওয়া যায়। পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে দেলোয়ারকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

সারাবাংলা/টিআর

ভ্রাম্যমাণ আদালত মাদক সেবন রাস্তায় মাতলামি

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর