Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ চীন সাগরে আমেরিকার যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২ ১৪:৩৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ১৪:৩৬

দক্ষিণ চীন সাগরে নিয়মিত মহড়ার সময় আমেরিকার একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ওই সাগরে মোতায়েন বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস কার্ল ভিনসনে যুদ্ধবিমানটি অবতরণের সময় এ ঘটনা ঘটে। সোমবার (২৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এফ-৩৫সি যুদ্ধবিমান নিয়ে নিয়মিত মহড়ায় অংশ নিয়েছিলেন পাইলট। তবে রণতরীতে অবতরণের সময় সমস্যায় পড়েন তিনি। এসময় পাইলট যুদ্ধবিমানটি থেকে বের হতে সক্ষম হন। তবে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। এতে ৭ জন আহত হন।

বিজ্ঞাপন

আহতদের তিনজনকে তাৎক্ষনিক ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চিকিৎসার জন্য পাঠানো হয়। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। আহত বাকিদের বিমানবাহী রণতরীতে চিকিৎসা দেওয়া হচ্ছে। যুদ্ধবিমানটি কী কারণে ভেঙে পড়ল তা তদন্তসাপেক্ষে জানানো হবে বলে বিবৃতিতে বলা হয়।

দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় সেখানে ব্যাপক সামরিক উপস্থিতি রয়েছে যুক্তরাষ্ট্রের। এছাড়া দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে চীনের আগ্রাসন থেকে সুরক্ষা দিতে অত্রাঞ্চলে নিয়মিত টহল দিচ্ছে মার্কিন বাহিনী।

আরও পড়ুন- নেকড়ে যোদ্ধাকে কাবু করতে কৌশলী বাইডেন

সারাবাংলা/আইই

টপ নিউজ দক্ষিণ চীন সাগর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর