এফআর টাওয়ারের নকশা জালিয়াতি মামলা চলতে বাধা নেই
২৩ জানুয়ারি ২০২২ ১৬:৩৮
ঢাকা: রাজধানীর বনানীর ফারুক-রূপায়ণ (এফআর) টাওয়ারের নকশা জালিয়াতির মামলা বাতিল চেয়ে করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে এফআর টাওয়ারের নকশা জালিয়াতি মামলা চলতে বাধা নেই।
রোববার (২৩ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
গত বছরের ১৫ নভেম্বর ভবনমালিকসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন।
পরে নিজের ক্ষেত্রে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ওনার্স সোসাইটির সভাপতি তাসভীর উল ইসলাম।
২০১৯ সালের ২৮ মার্চ রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত হন। এরপর জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া নকশা বানিয়ে এফআর টাওয়ারের ১৯ থেকে ২৩ তলা পর্যন্ত নির্মাণ করার অভিযোগে ২৫ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে।
আরও পড়ুন
এফআর টাওয়ারের মালিকসহ ১৬ জনের বিচার শুরু
এফআর টাওয়ার দুর্নীতি: ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
এফআর টাওয়ার কেলেঙ্কারি: রাজউকের ৮ কর্মকর্তা বরখাস্ত
এফআর টাওয়ারে আগুন: ১১ বারেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
এফআর টাওয়ার মামলায় সাইদুর রহমানকে আত্মসমর্পণের নির্দেশ
এফআর টাওয়ার: মালিক ফারুক ও সাবেক রাজউক চেয়ারম্যানের বিচার শুরু
এফআর টাওয়ারের নকশা জালিয়াতির মামলায় ৩ জনকে আত্মসমর্পণের নির্দেশ
সারাবাংলা/কেআইএফ/একে
এফআর টাওয়ার এফআর টাওয়ারে আগুন টপ নিউজ দুদক দুর্নীতি দমন কমিশন মামলা