Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ১০:০৬

বরগুনা: ঘন কুয়াশায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। এ সময় নারী শিশুসহ গুরুতর আহত হয়েছেন অন্তত ১২ জন।

রোববার (২৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের গলাচিপা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী সোনার তরী যাত্রীবাহী বাসটি গলাচিপা বাজারের কাছে পৌঁছালে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ বিভাগকে খবর দেওয়া হলেও তারা যথাসময়ে আসতে পারেননি। তাই স্থানীয়রা দুর্ঘটনা কবলিত বাসটি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে এবং স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত যাত্রীদের বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বরগুনা ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার বদিউজ্জামান জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটি খাদ থেকে উঠানোর চেষ্টা চলছে।

সারাবাংলা/এএম

ঘন কুয়াশা টপ নিউজ বরগুনা বাস খাদে বাস দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর