Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরামপুরে নবনির্বাচিত ইউপি সদস্য মাদক মামলায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২২ ০০:১০ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ০৯:০১

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি সদস্য) আমিরুল ইসলাম ও আমিনুরকে (৩৬) গ্রেফতার করেছে থানা পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ‌বিরামপুর পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমিনুল ওই এলাকার এমদাদুল হকের ছেলে। দিওড় ইউনিয়নের ৯ নম্বর ওর্য়াডের নবনির্বাচিত ইউপি সদস্য তিনি।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ‌মাহাবুর রহমান ইউপি সদস্যকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সারাবাংলাকে বলেন, টঙ্গী পশ্চিম থানার একটি মাদকের মামলায় আমিনুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সে অনুযায়ী আজ (বৃহস্পতিবার) রাতে অভিযান চালিয়ে পৌর শহরের সাবেক এক ইউপি সদস্য বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ পরিদর্শক মাহাবুর আরও বলেন, গ্রেফতার আমিনুল ইসলামের নামে বিরামপুরসহ বিভিন্ন থানায় মাদকের চারটি এবং চাঁদাবাজির একটি মামলাও রয়েছে। আগামীকাল শুক্রবার (২১ জানুয়ারি) সকালে তাকে আদালতের হাজির করা হবে।

সারাবাংলা/টিআর