ঢাকা: ইংরেজি নববর্ষে আতশবাজি পোড়ানো এবং ফানুস উড়ানো বন্ধ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মিজানুর রহমান।
আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে আইনজীবী মিজানুর রহমান বলেন, নববর্ষে আতশবাজি পোড়ানো এবং ফানুস উড়ানো বন্ধ চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন, এটা রাষ্ট্রীয় পলিসিগত বিষয়। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। আদালত এখানে হস্তক্ষেপ করবে না।
এর আগে গত ১৬ জানুয়ারি ইংরেজি নববর্ষ বা অন্য কোনো উৎসবে আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা চেয়ে রিট দায়ের করেন আইনজীবী মিজানুর রহমান।
রিটে গত থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির আতঙ্কে মারা যাওয়া শিশু উমায়েরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট সাতজনকে রিটে বিবাদী করা হয়েছিল।