মিষ্টি নিয়ে তৈমুর আলমের বাড়িতে আইভী
১৭ জানুয়ারি ২০২২ ১৯:২২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ২০:২৬
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী মিষ্টি নিয়ে পরাজিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বাড়িতে গিয়ে মিষ্টি মুখ করিয়ে দোয়া নিয়েছেন। এসময় তৈমুর আলম খন্দকার আইভীর মাথায় হাত দিয়ে মিষ্টি মুখ করিয়ে দোয়া করেন।
সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে মেয়র আইভী শহরের মাসদাইর এলাকায় স্বতন্ত্র প্রার্থী তৈমুরের বাড়িতে যান। তৈমুর আলম খন্দকার মেয়র আইভীর মাথায় হাত দিয়ে বলেন, ‘তার পরিবারের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। নির্বাচনে যা কিছু হয়েছে, তা আমি ভুলে গেছি। আগামীতে একসঙ্গে মিলেমিশে থাকবো।’ এসময় মেয়র আইভীকে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি তৈমুর আহ্বান জানান।
এসময় বিজয়ী মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘তার (তৈমুর আলম খন্দকার) সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। তিনি আমাকে দোয়া করেছেন। তৈমুর কাকার পরামর্শ নিয়ে আগামীতে কাজ করতে চাই।’
সারাবাংলা/এমও