Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলা পেছাল ২ সপ্তাহ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২২ ১৩:৪৬ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:২৭

ঢাকা: অমর একুশে বইমেলা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত তারিখে হচ্ছে না।

সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে— বইমেলা দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী ১৪ বা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে এবারের বইমেলা।

এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা সারাবাংলাকে ‘বইমেলা পেছানোর বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে। এখনও এ সংক্রান্ত অফিসিয়াল চিঠি পাইনি।’

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারিতেই বইমেলা হবে: বাংলা একাডেমি

করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা ছিল।

এর আগে ১০ জানুয়ারি বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ জানিয়েছিলেন, নির্ধারিত সময়েই বইমেলা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বইমেলায় প্রকাশকদের গচ্চা গেছে ৯৬ কোটি টাকা

বইমেলা ঘিরে লেখক-প্রকাশকরাও তাদের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। এরইমধ্যে মেলার দুই অংশ সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমিতে স্টলের কাঠামো নির্মাণ কাজ শুরু হয়েছে।

সারাবাংলা/একে

করোনাভাইরাস টপ নিউজ বইমেলা বাংলা একাডেমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর