Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রাবাস থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ বহিরাগত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২২ ০৭:৪৬ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ০৮:৫২

বরিশাল: ব‌রিশালের সরকা‌রি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রাবাস থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ ৪ ব‌হিরাগত তরুণকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পু‌লিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে ওই কলেজের শহীদ আলমগীর ছাত্রাবাস থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চার জন হলেন— নগরীর গোরস্থান সড়কের বাসিন্দা রাফসান তালুকদার, বটতলা এলাকার আশ্রাফ সড়কের আজাদ সরদার, একই এলাকার  ফুয়াদ আলম ও  গোরাচাদ দাস সড়কের মুমতা‌হিন রহমান‌।

শ‌নিবার (১৫ জানুয়ারি) দুপুরে ব‌রিশাল মহানগর পু‌লিশের মি‌ডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভি‌ত্তিতে কোতয়ালি মডেল থানা পু‌লিশের এক‌টি দল সৈয়দ হাতেম আলী কলেজের শহীদ আলমগীর ছাত্রাবাসে অভিযান চালায়। এসময় ব‌্যাগে লু‌কিয়ে রাখা দু‌টি দেশীয় ধারালো অস্ত্রসহ ব‌হিরাগত ওই চার জনকে আটক করা হয়।

ছাত্রাবাসের একাধিক আবাসিক শিক্ষার্থীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কয়েকজন বহিরাগত তরুণ জোর করে ছাত্রাবাসের কয়েকটি কক্ষ দখল করে বসবাস করছিলেন। ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীরা বহিরাগত বখাটে তরুণদের ভয়ে তটস্থ থাকতেন। বিষয়টি গোপনে পুলিশকে জানানো হলে শুক্রবার রাতে পুলিশ ছাত্রাবাসে অভিযান চালায়।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানিয়েছেন, আটক তরুণদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/টিআর

দেশীয় অস্ত্র বহিরাগত আটক সৈয়দ হাতেম আলী কলেজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর