Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মাছটি দেইখ্যা মুই আনন্দে বেদিক অইয়া যাই’

ডিট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২২ ১৭:২২

বরগুনা: বরগুনার আমতলী উপজেলার পায়রা নদীতে শনিবার (১৫ জানুয়ারি) সকালে এক জেলের জালে ৩৫ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়েছে। মাছটি এরপর আমতলী বাজারে এনে ২১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের জেলে মো. মোজাম্মেল হোসেন শনিবার গভীর রাতে সাবেক ইউপি সদস্য মরহুম মোছলেম হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে পায়রা নদীতে জাল ফেলা মাছের অপেক্ষায় বসে থাকেন।

বিজ্ঞাপন

শনিবার সকালে জাল তুলতে গিয়ে দেখেন জালে বিশাল আকারের একটি রুই মাছ। মাছটি ধরা পড়ার পড় জেলে মোজাম্মেল হোসেন বিক্রির জন্য স্থানীয় আমতলী মাছ বাজারে নিয়ে আসেন। মাছটি বাজারে আনার পর ওজন দিয়ে দেখা যায় ৩৫ কেজি। মাছটি বিক্রর জন্য একক কোন ক্রেতা না থাকায় ৬ শ’ টাকা কেজি দরে ভাগা দিয়ে ২১ হাজার টাকায় বিক্রি করা হয়।

জেলে মো. মোজাম্মেল হোসেন বলেন, শনিবার রাইতে পায়রা নদীতে জাল হালানের পর শনিবার ব্যাইন্যা কালে জাল উডাইতে যাইয়া দেহি বিরাট আকারের এক রুই মাছ। মাছটি দেইখ্যা মুই আনন্দে বেদিক অইয়া যাই।

তিনি আরো বলেন, মোর জাইল্যা জীবনে এত বড় রুই মাছ পায়রা নদীতে জাইল্যাগো জালে ধরা পড়ছে হেইয়া হুনি নাই বা দেহি নাই।

আমতলী মাছ বাজারের হিজবুল্লা মৎস্য আড়তের মালিক সাবেক কাউন্সিলর মো. মেনাজ উদ্দিন চৌকিদার বলেন, ‘আমি আমতলীর মাছ বাজারে ১৫-২০ বছর ধরে আড়ৎদাড়ি করি। এর আগে পায়রা নদীতে এত বড় রুই মাছ ধরা পড়েছে বলে আমার জানা নেই।’

সারাবাংলা/একে

বরগুনা রুই মাছ