ইথিওপিয়ায় বিমান হামলা, ৫৬ মৃত্যু
৮ জানুয়ারি ২০২২ ২১:২৫ | আপডেট: ৯ জানুয়ারি ২০২২ ০০:১৫
ইথিওপিয়ার বিরোধপূর্ণ তিগ্রাই অঞ্চলে বাস্তুচ্যুতদের ক্যাম্পে বিমান হামলায় ৫৬ জনের মৃত্যু হয়েছে। ওই হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
শনিবার (৮ জানুয়ারি) ক্যাম্পে কর্মরত ত্রাণ সংস্থার দুই প্রতিনিধি নাম না প্রকাশ করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরিত্রিয়া সীমান্তের নিকটবর্তী ডেবেবিটের আশ্রয় ক্যাম্পে ওই বিমান হামলা চলেছে।
এ বিষয়ে জানতে ইথিওপিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট আদানে এবং সরকারের মুখপাত্র লেগেসে টুলুর সঙ্গে যোগাযোগ করে রয়টার্স, কিন্ত তারা সাড়া দেননি।
এর আগে, তিগ্রাইয়ের বিদ্রোহীদের সঙ্গে ১৪ মাস ধরে চলা লড়াইয়ে বেসামরিকদের টার্গেট করার কথা অস্বীকার করেছিল সরকার পক্ষ।
প্রসঙ্গত, ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার ও তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) মধ্যে চলা প্রায় দেড় বছরের লড়াইয়ে কয়েক হাজার বেসামরিক নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সারাবাংলা/একেএম