Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান


৮ জানুয়ারি ২০২২ ১০:৩৫ | আপডেট: ৮ জানুয়ারি ২০২২ ১১:৪৪

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লুকে ফুল দিয়ে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, ছবি: সারাবাংলা

কক্সবাজার: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে এসেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিশেষ বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।

বিমান বন্দরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তুরস্ক হতে আসা ২০ সদস্যের প্রতিনিধি দল নেতৃত্ব দিচ্ছেন সোলাইমান।

বিজ্ঞাপন

জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক সরকার ও বিভিন্ন সংস্থা পরিচালিত ফিল্ড হাসপাতালসহ নানান কার্যক্রম পরিদর্শন করবেন সোলাইমান সয়লু ও তার সঙ্গে থাকা প্রতিনিধিরা। পরিদর্শন শেষে আজ (শনিবার) দুপুরে ঢাকা হয়ে রাতেই তুরস্কে ফিরে যাবেন তিনি।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, পুলিশের চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামান ও বাংলাদেশে কর্মরত তুরস্ক দূতাবাসের কর্মকর্তারা অভ্যর্থনা জানানোর সময় উপস্থিত ছিলেন।

কক্সবাজার টপ নিউজ তুরস্ক রোহিঙ্গা ক্যাম্প সোলাইমান সয়লু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর