Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেন্ডার শেষ করতে পানি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২২ ২০:৫৫

ঢাকা: ঠাকুরগাঁও জেলার টাঙন ব্যারেজ, বুড়িবাঁধ ও ভূল্লীবাঁধ সেচ প্রকল্পসমূহ পুনবার্সন, নদীতীর সংরক্ষণ ও সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণে দ্রুত টেন্ডারের কাজ সম্পন্ন করার সুপারিশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং সামশুল হক চৌধুরী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নকল্পে ওয়ামিপ (পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প) এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নকল্পে ওয়ামিপের কার্যাবলি সরেজমিনে পরিদর্শনের ইচ্ছা ব্যক্ত করে কমিটি।

বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এ ছাড়া হবিগঞ্জ জেলার বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রসমূহের সম্মুখে কুশিয়ারা নদীর উভয় তীরের ভাঙন রোধ প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। প্রকল্প ধীরগতির হওয়ায় কমিটি প্রকল্প পরিচালককে পরবর্তী সভায় কারণ দর্শানোর সুপারিশ করে প্রকল্প সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সারাবাংলা/এএইচএইচ/একে

টেন্ডার পানি সম্পদ মন্ত্রণালয় পানি সেচ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর