Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিল থেকে চাঁদাবাজ চক্রের ২ সদস্য গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২২ ১৮:০৪

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকা থেকে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এরা হলেন- জামালপুরের সাইফুল ইসলাম (৫৬) ও মুন্সিগঞ্জের মাসুদ (২৭)।

রোববার (২ জানুয়ারি) বিকেলে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (অপস) অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শনিবার (১ জানুয়ারি) মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ তাদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।’

জানা যায়, চাঁদাবাজদের একটি সংঘবদ্ধ চক্র মতিঝিল এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। তারা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বিভিন্ন ভাসমান দোকান, কারখানা এমনকি নির্মাণাধীন বিভিন্ন ভবনের মালিকদের কাছ থেকে নিয়মিত হারে চাঁদা আদায় করতো।

এছাড়াও কাপড়, সবজি, ফল, চায়ের টং ও ক্রোকারিজের দোকান থেকেও অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদা দিতে রাজি না হলে তারা জনগণকে জীবন নাশের হুমকি ধমকি দিত। তাদের অত্যাচারে এলাকাবাসীর জীবন অতিষ্ট ছিল বলে তথ্য পাওয়া যায়।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল অভিযান চালায়। অভিযানে চক্রের দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক লাখ তিন হাজার ৫৮০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা জানায়, দীর্ঘদিন ধরে মতিঝিল এলাকায় অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।

সারাবাংলা/ইউজে/পিটিএম

গ্রেফতার চাঁদাবাজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর