বছরের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের ব্যাপক উত্থান
২ জানুয়ারি ২০২২ ১৬:৫৭ | আপডেট: ২ জানুয়ারি ২০২২ ২০:১৩
ঢাকা: ২০২২ সালের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের ব্যাপক উত্থান হয়েছে। রোববার (২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৯৬ পয়েন্ট বা চার শতাংশ। লেনদেনের এই ঊর্ধ্বমুখী ধারা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অব্যাহত ছিল।
রোববার দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন। এদিন ডিএসইতে ৮৯৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয় ৯২১ কোটি ৮১ লাখ টাকা। এদিন ডিএসইতে ৩৭৮ টি কোম্পানির ১৯ কোটি ৪৩ লাখ ৬২ হাজার ৫৪২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯৪টির, কমেছে মাত্র ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২০টির দাম। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৫৩ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪৫ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৬০ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬২টি কোম্পানির ৯৫ লাখ ৬৬ হাজার ৫৩৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৯টির, কমেছে ৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪০১ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৭ পয়েন্টে অবস্থান করছে।
সারাবাংলা/জিএস/পিটিএম