৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা (তালিকা)
২ জানুয়ারি ২০২২ ০০:৪৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২২ ২৩:৪৫
ঢাকা: দেশব্যাপী অনুষ্ঠেয় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পুরো দেশের চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। পাশাপাশি মাদারীপুর জেলার রাজৈর ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা পরিষদ, পটুয়াখালী জেলার বাউফল পৌরসভা নির্বাচনের মনোনয়নও চূড়ান্ত করা হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
এদিন রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে দলের প্রার্থীদের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে। ষষ্ঠ ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা দেখুন এখানে—
সারাবাংলা/এনআর/পিটিএম