এলডিসি থেকে উত্তরণের স্বীকৃতি উদযাপন রোববার
১ জানুয়ারি ২০২২ ১৯:১৮ | আপডেট: ১ জানুয়ারি ২০২২ ২১:৪৬
ঢাকা: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশে অনুমোদন দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে যে স্বীকৃতি দিয়েছে, তা উদযাপন করবে সরকার। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার (২ জানুয়ারি) এক অনুষ্ঠানের আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মন্ত্রিসভার অনান্য সদস্য, বাংলাদেশের উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ রাজনীতিকরা অংশ নেবেন। শনিবার (১ জানুয়ারি) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন।
অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী অনুষ্ঠানে আগামীর বাংলাদেশের উন্নয়ন সংক্রান্ত দিক নির্দেশনা দেবেন। উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি নিয়ে মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর জাতীয়ভাবে এটি আমাদের সবচেয়ে বড় অর্জন। এ অর্জন দেশের সাধারণ মানুষের। এ অর্জন সফল করতে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাইকে সম্পৃক্ত করে আগামীকাল অনুষ্ঠান উদযাপন করব।’
ভার্চুয়াল ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন।
গত বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের সেন্টার ফর ডেভেলপমেন্টে পলিসি বাংলাদেশেকে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করে। পরে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইসিওএসওসি) এ সুপারিশে সমর্থন করে। সর্বশেষ গত বছরের ২৪ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ এলডিসি থেকে উত্তরণের সুপারিশের আনুষ্ঠানিক অনুমোদন দেয়।
সারাবাংলা/এনআর/পিটিএম