কাশ্মিরে এনকাউন্টার, ২ পাকিস্তানিসহ নিহত ৬
৩০ ডিসেম্বর ২০২১ ১৩:৪৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৩:৪৭
ভারতের জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ ও কুলগ্রাম জেলায় পৃথক এনকাউন্টারের ঘটনায় ছয় ‘বিচ্ছিন্নতাবাদী’র মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই পাকিস্তানি নাগরিক রয়েছে এবং তারা সবাই নিষিদ্ধ ঘোষিত জশ-ই-মোহাম্মদের (জেইএম) সদস্য বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পুলিশ জানায়, দু’টি পৃথক এনকাউন্টারে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন জেইএম’র ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। এ পর্যন্ত নিহতদের মধ্যে চার জনকে শনাক্ত করা হয়েছে, তাদের দুই জন পাকিস্তানি ও দুই জন স্থানীয়।
দুটি ঘটনাই বুধবার দক্ষিণ কাশ্মীরের কুলগ্রাম ও অনন্তনাগ জেলায় ঘটেছে বলে ভারতীয় কর্মকর্তরা জানিয়েছে।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কুলগ্রামের মিরহামা এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও দিয়ে তল্লাশি অভিযান শুরু করে। এরই এক পর্যায়ে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়লে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয় বলে জানিয়েছে কর্মকর্তারা।
একই ধরনের অপর ঘটনাটি পার্শ্ববর্তী অনন্তনাগের দোরু এলাকার নওগাম শাহাবাদে ঘটেছে। এখানে গোলাগুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।
সারাবাংলা/একেএম