Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২১ ২৩:৫৪

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, নির্বাচন কমিশনের জন্য “সার্চ কমিটি” গঠনে রাষ্ট্রপতি দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন এবং তাদের মতামত গ্রহণ করছেন। কিন্তু এ কমিশন গঠন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি। এ জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই— কমিশন গঠনের জন্য মহামান্য রাষ্ট্রপতি যে উদ্যোগ গ্রহণ করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ তা পূর্ণ সমর্থন করেছে। আমরা আশা করি এই কমিশনের অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্টু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে বাংলার মানুষের মান্ডেট নিয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মুজিববর্ষে বিজয়ের ৫০ বছর ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।

আব্দুর রহমান বলেন, ‘দেশের একটি রাজনৈতিক দল আছে। সেই দলের নাম বিএনপি। তারা দেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। শুধু নির্বাচন বয়কট করবে আর পেছনের অন্ধকার গলি ও দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন।’

তিনি আরও বলেন, ‘একাত্তরের পুরনো শকুনেরা নতুন করে মানচিত্রকে খামচে ধরার ষড়যন্ত্র করছে। একাত্তরের পরাজিতরা নতুন করে দেশের পতাকা ছিন্ন বিছিন্ন করার অপচেষ্টা করছে। নানা অজুহাতে স্বাধীনতার মূল্যবোধ ও স্বাধীনতার চেতনা ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করতে হবে।’

আব্দুর রহমান বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরাও চাই তিনি দ্রুত সুস্থতা লাভ করুক। তার সুস্থ হওয়ার জন্য যে চিকিৎসা প্রয়োজন- সে চিকিৎসা বাংলাদেশে হচ্ছে। কিন্তু দেখলাম- খালেদা জিয়ার চিকিৎসা সেবার নামে বিদেশ নিতে রাজপথে নৈরাজ্য সৃষ্টি পাঁয়তারা করা হচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই- বেগম খালেদা জিয়া একজন সাজাভোগকারী। দেশের সংবিধানের চোখেও তিনি আসামি। তাকে বিদেশ নেওয়ার নামে কোনো ধরনের নৈরাজ্য তৈরি করতে চাইলে- কাউকে ছাড় দেওয়া হবে না। আমি বলছে চাই- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সাড়া দিয়ে যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে ওই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ আবদুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর