Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘টয়লেট এক্সেস কার্ড’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২১ ১৯:৪১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সুবিধাবঞ্চিত, ভাসমান লোকজনকে ‘টয়লেট এক্সেস কার্ড’ দিচ্ছে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, যে প্রতিষ্ঠান সাতটি আধুনিক গণশৌচাগার নির্মাণ করে পরিচালনা করছে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ‘টয়লেট এক্সেস কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে চসিক মেয়র বলেন, ‘চট্টগ্রাম শহরের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ বস্তিতে বসবাস করে। তাদের অনেকেই নাগরিক সুবিধাবঞ্চিত, যার মধ্যে পানি ও স্যানিটেশন অন্যতম। ভাসমান লোকজন, কর্মের প্রয়োজনে শহরে আসা লোকজন শৌচকর্মের প্রয়োজনে নানা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। আমরা চসিকের গণশৌচাগার বিনামূল্যে ব্যবহারের সুযোগ করে দিয়েছি। পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র সাতটি আধুনিক গণশৌচাগার নির্মাণ করে সেগুলো পরিচালনা করছে। তারা সুবিধাবঞ্চিত-ভাসমান মানুষকে এক্সেস কার্ড দিচ্ছে, এটা একটা মহতী উদ্যোগ।’

নগরীর আন্দরকিল্লায় পুরাতন নগর ভবনে কে বি আবদুস সাত্তার মিলনায়তনে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও আরাফাতুল জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক এ এস এম শাহেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, কাউন্সিলর হাজী নুরুল হক, ওয়াটার এইডের পরিচালক হোসেন ইশরাত আদিব।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা উজ্জ্বল শিকদার সারাবাংলাকে জানিয়েছেন, সুবিধাবঞ্চিত-ভাসমান ৩০০ জনের মাঝে ‘টয়লেট এক্সেস কার্ড’ বিতরণ করা হচ্ছে, যারা বিনামূল্যে শৌচাগার ব্যবহারের সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ৬০ জনকে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র শৌচাগার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর