Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২১ ১৫:৪৫

প্রতীকী ছবি

বরিশাল: পটুয়াখালীর দুমকিতে বাসের চাকায় পিষ্ট হয়ে একজন হেলপার নিহত হয়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী-বাউফল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পটুয়াখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মিনিবাসটি দুমকি উপজেলার মোল্লাখালী বেইলি ব্রিজে ওঠার সময় হেলপার ছিটকে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ এসে বাসটি জব্দ এবং নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ওসি আবদুস সালাম জানান, এ ঘটনার পর বিসমিল্লাহ পরিবহন নামের যাত্রীবাহী মিনিবাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

হেলপার হেলপার নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর