Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজ-সন্ত্রাসীদের জায়গা নেই দেশে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২১ ১৭:২৫

ফাইল ছবি

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের পুলিশি ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে। গত ১২ বছর আগেও যে অবস্থায় ছিল, এখন তা নেই। বর্তমানে পুলিশ অনেক দক্ষ, শক্তিশালী ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তাই দেশের কোথাও চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না।

শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর আফতাবনগরে মহান বিজয় দিবসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য তথ্য ও প্রযুক্তি বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মো. আলমগীর হোসেন ঢালী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ মুজিবের নেতৃত্বে কীভাবে আমরা স্বাধীনতা পেয়েছি তা বিশ্বের মানুষ জানে। তিনি সাড়ে তিন বছরেই দেশকে শূন্যের ঝুড়ি থেকে দাঁড়ানোর চেষ্টা করেন।’

বিজয়ের ৫০ বছর দেখে যাওয়া মুক্তিযোদ্ধাদের বড় অর্জন উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘একটি স্বাধীন দেশ একদিনে আসেনি, ধাপে ধাপে অনেক ত্যাগের মধ্য দিয়ে এসেছে। যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার তুলনা শুধু তাকে (বঙ্গবন্ধু) দিয়েই হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। অনেকের রায় কার্যকর হয়েছে। এখনও যারা পালিয়ে আছে, তাদের খুঁজে বের করা হবে।’

সারাবাংলা/ইউজে/এমও

চাঁদাবাজ চ্যালেঞ্জ মোকাবিলা টপ নিউজ সন্ত্রাসী স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর