Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপি নির্বাচন: সেন্টমার্টিনগামী সব জাহাজ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২১ ১৩:০৪ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ১৫:১০

কক্সবাজার: সেন্টমার্টিন ইউপি নির্বাচনের ভোটগ্রহণকে সামনে রেখে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (২৬ ডিসেম্বর) পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সেন্টমার্টিন ইউপিতে ভোটগ্রহণ চলবে। ফলে, বহিরাগতরা যেন দ্বীপে থাকতে না পারে সেজন্য দ্বীপটিকে সংযুক্তকারী তিনটি নৌপথ টেকনাফ-সেন্টমার্টিন, কক্সবাজার-সেন্টমার্টিন এবং চট্টগ্রাম- সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ইতোমধ্যেই, যেসব পর্যটক সেন্টমার্টিনে রয়েছেন তাদেরকে শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার মধ্যে দ্বীপ ত্যাগ করতে মাইকিং করে জানানো হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) থেকে তিন রুটে পুনরায় পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে।

সারাবাংলা/একেএম

ইউপি নির্বাচন সেন্টমার্টিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর