Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে ধর্ষণের পর হত্যার ১০ দিন পর আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২১ ২১:১২

প্রতীকী ছবি

খাগড়াছড়ি: মাটিরাঙা উপজেলার পশ্চিম মুসলিম পাড়া এলাকায় ৪ সন্তানের মা ও মৃত আলম ফকিরের স্ত্রী জরিনা বেগমকে নিজ ঘরে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার ১০ দিন পর শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঘটনার সঙ্গে জড়িত থাকায় একই উপজেলার মো. আবুল কালাম ওরফে রদ্দা কালামকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী জানান, ঘাতক আবুল কালাম আজ বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেঁজুতি জান্নাত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এই জবানবন্দি রেকর্ড করেন।

বিজ্ঞাপন

আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবুল কালাম জানান, জরিনা বেগমের ৩ ছেলে ও ১ মেয়ে বিভিন্ন স্থানে কাজ করার সুবাদে বাইরে থাকতো। জরিনা বেগম বাড়িতে একাই থাকতেন। সেই সুযোগে আবুল কালাম গত ১৫ ডিসেম্বর জরিনা আক্তারকে ধর্ষণ করেন এবং পরে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যান।

খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ জানান, পুলিশ ২২ ডিসেম্বর জরিনার অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরে একই তারিখে ভিকটিমের বড় ছেলে বান্দরবান থেকে মাটিরাঙায় এসে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে ঘটনায় জড়িত কালামকে গ্রেফতার করে।

সারাবাংলা/এমও

আসামি গ্রেফতার খাগড়াছড়ি ধর্ষণের পর হত্যা মাটিরাঙা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর