সমাজসেবা অধিদফতরের নিয়োগ পরীক্ষা স্থগিত
সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২১ ২১:১৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ২৩:১২
২৩ ডিসেম্বর ২০২১ ২১:১৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ২৩:১২
ঢাকা: সারাদেশে শুক্রবার অনুষ্ঠিতব্য ইউনিয়ন পর্যায়ে সমাজকর্মীর নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে সমাজসেবা অধিদফতর।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও বিভাগীয় নিয়োগ কমিটির সভাপতি সৈয়দ মো. নূরুল বাসির এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— অনিবার্য কারণবশত আগামীকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সমাজসেবা অধিদফতরের উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ রেজাউর রহমান সারাবাংলাকে বলেন, ‘পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে।’
সারাবাংলা/ইউজে/ইএইচটি/একে