Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমিয়তের নতুন সভাপতি জিয়াউদ্দিন, মহাসচিব মঞ্জুরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২১ ১৯:২০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ২০:১৩

ঢাকা: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নতুন সভাপতি হিসেবে মাওলানা জিয়াউদ্দিন এবং মহাসচিব হিসেবে মঞ্জুরুল ইসলাম আফেন্দী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে নতুন কমিটি নির্বাচন করা হয়।

তিন বছর মেয়াদি এ কমিটি সবার সামনে ঘোষণা করেন সংগঠনটির সহ-সভাপতি ওবাইদুল্লাহ ফারুক। ২০১ সদস্যের জাতীয় কমিটির এবারের কাউন্সিলে ১৮৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাসউদুল করিম, তাফাজ্জুল হক আজীজ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কাসেমী, কোষাধ্যক্ষ মুফতি জাকির হোসেন কাসেমী, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গফফার, প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, সদস্য মাওলানা বদরুল ইসলাম, আব্দুল মতিন ও মুখলেসুর রহমান।

আরও পড়ুন-

বৃহস্পতিবার কাউন্সিল, জমিয়তের নেতৃত্বে আসছেন কারা?

সারাবাংলা/টিএস/একে

উলামায়ে ইসলাম জমিয়ত নতুন কমিটি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর