Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেএসসি ফরম পূরণ ৩১ ডিসেম্বর পর্যন্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২১ ১৭:৩২ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ২০:১৯

ঢাকা: ২০২১ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এই ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।

সোমবার (২০ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলামের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পাঠানো চিঠিতে বলা হয়, ‘২০২১ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফর পূরণের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যেই অনলাইনে আবেদন ফরম পূরণ সম্পন্ন করতে হবে।’

এর আগে, গত ৩০ নভেম্বর অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ঢাকা শিক্ষা বোর্ড। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, তালিকা অনুযায়ী ২০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে। সেই সময় আরও ১১ দিন বাড়ানো হলো চিঠিতে।

উল্লেখ্য, গত বছরের মতো এ বছরও কেন্দ্রীয়ভাবে জেএসসি পরীক্ষা নেওয়া হবে না। তবে উত্তীর্ণ পরীক্ষার্থীরা বোর্ডের সনদ পাবেন।

সারাবাংলা/এজেড/টিআর

জেএসসি টপ নিউজ ফরম পূরণ ফরম পূরণের সময়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর