Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিমানের ভাড়া না বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২১ ২২:২০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (ফাইল ছবি)

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রবাসীরা দেশে এসে দেখছেন বিমানের ভাড়া বেড়ে গেছে। এতে তারা সমস্যায় পড়ছেন। তাই ভাড়া বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। একই সঙ্গে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা ৩০ ডিসেম্বর প্রবাসী দিবস ঘোষণা করতে চাই। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় দায়িত্ব নিলে এটা ত্বরান্বিত করা সহজ হবে। প্রবাসীরা নানাভাবে হয়রানির স্বীকার হয়। এজন্য আমরা এই দিবসটা পালন করার উদ্যোগ নিয়েছি। আগামীতে ই-ভিসা চালু করা হবে এই প্রজেক্ট হাতে আছে। প্রবাসীরা বিদেশে বসে পাসপোর্ট পেলে এনআইডি কেন পাবে না? তারা যাতে বিদেশে বসে এনআইডিটা পায় সে ব্যাপারে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘লিবিয়ায় পরিস্থিতি উন্নত হয়েছে, আমদের হাইকোর্টে একটি নিষেধাজ্ঞা আছে সেটা উঠানোর জন্য কাজ করছি। এটা উঠে গেলে লিবিয়ায় অনেক লোক পাঠানো যাবে। বিশ্বে ২৮ কোটি মানুষ অভিবাসী মোট জনসংখ্যার ৩.৬ শতাংশ মানুষ নিজ দেশ থেকে বাইরে গিয়ে কাজ করে উন্নত জীবনের আশায়। আমাদের দেশে ১ কোটি ২০ লাখ অভিবাসী কর্মরত রয়েছেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোভিডের কারণে এই খাতে চ্যালেঞ্জ দেখা দেয়। কিন্তু সফলতার সঙ্গে সেটা মোকাবিলা করা হয়েছে। প্রবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন। অভিবাসীদের জোর করে যেন দেশে না পাঠায় সেজন্য আমরা সেই সময় বিভিন্ন দেশে কথা বলেছি।’ প্রবাসীদের সেবার মান বাড়াতে সরকার ‘dutabash’ ও ‘myGov’ নামে দু’টি অ্যাপ্লিকেশন চালু করেছে। অ্যাপস দু’টি দিয়ে প্রবাসীরা তাদের মোবাইল ফোন ব্যবহার করে পাসপোর্ট নবায়ন এবং বিভিন্ন নথি সত্যায়িত সংক্রান্ত প্রয়োজনীয় সেবা পাবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘বাংলাদেশ এগিয়ে গেছে। আজ বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নেই। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। ২০২০-২১ অর্থবছরে বছরে অভিবাসীরা ২৪ বিলিয়নের বেশি ডলার দেশে পাঠিয়েছে। তাই অভিবাসীদের পাশে দাঁড়ানো উচিত, আমাদের প্রধানমন্ত্রী তাদের নিয়ে কাজ, করছেন আরো বেশি করা উচিত বলে মনে করি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু উদ্যোগ নিয়েছিল কিভাবে জনশক্তি কাজে লাগানো যায়, এক কোটির বেশি মানুষ বিদেশ কর্মরত আছেন, এতে করে দারিদ্র কমেছে। জনশক্তি পাঠানোয় সীমাবদ্ধতা আছে। কোভিডের কারণে অনেকে ফেরত এসেছিল কিন্তু তারাও চলে গেছে।’

তিনি বলেন, ‘এ বছরও নয় থেকে সাড়ে ৯ লাখ মানুষ পাঠানো যাবে। তবে এখানেও শেষ নয় আমরা যদি নিজ নিজ দায়িত্ব পালন করি টার্গেটও ফিলাপ হবে এবং রেমিট্যান্সের যে ধীর গতি আছে সেটাও কেটে যাবো। গত মাসে এক লাখের বেশি লোক গেছে। ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত ৬৫ হাজার গেছে এটাও এক লাখ ছাড়িয়ে যাবে। আজ আমি মালয়েশিয়া যাবো, কাল একটি এমওউই হবে। এরপর মালয়েশিয়া যাওয়ার একটা ব্যবস্থা করছি। আমরা বাংলাদেশ সাইটে এই বাজারটা ওপেন রাখতে চাই তাই গুজবে কান না দেবেন না।’

এদিন ২০১৭-১৮ অর্থবছরে অসামান্য অবদানের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৫৭ জন প্রবাসীকে ৩টি বিভাগে ‘সিআইপি (এনআরবি)-২০১৯’ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে সিআইপি মর্যাদাসম্পন্ন প্রবাসীদের দেশের অর্থনীতিতে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বক্তব্য রাখেন।

সারাবাংলা/এসবি/এমও

ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী প্রবাসী দিবস প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বিমানের ভাড়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর