Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে চা বাগানে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২১ ১৭:০৯

পঞ্চগড়: তেঁতুলিয়া উপজেলায় চা বাগান থেকে বাবু (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টার সময় উপজেলা সদর ইউনিয়নের দর্জিপাড়া এলাকার একটি চা বাগানে এ ঘটনাটি ঘটে।

নিহত বাবু তেঁতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মো. গোলাম মোস্তাফা রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে স্থানীয় চা বাগানের শ্রমিকরা কাজ করতে গিয়ে প্রথমে তাদের চোখে পড়ে বাগানের মাঝখানের একটি গাছে লাশ ঝুলছে। পরবর্তীতে তারা তেঁতুলিয়া মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয়দের সঙ্গে কথা বললে জানা যায়, বাবু পাথর শ্রমিক, সে পাথর বহনের কাজ করতো। বাবু মানসিকভাবে অসুস্থ থাকায় তিন মাস আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়েছিল।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিঞা তিনি বলেন, ‘লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের রির্পোটে পেলে মৃত্যুরও কারণ জানা যাবে।’

সারাবাংলা/এমও

চা বাগান ঝুলন্ত লাশ তেঁতুলিয়া উপজেলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর