মায়ের ওপর ক্ষুব্ধ হয়ে মেয়েকে ধর্ষণ!
১৬ ডিসেম্বর ২০২১ ১৬:৩৫ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ১৬:৪১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনায় শিশুটির মায়ের ওপর ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটিয়েছে এলাকায় বখাটে হিসেবে পরিচিত ওই যুবক।
বুধবার (১৫ ডিসেম্বর) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শান্তিনগর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত মো. কাউসারকে (২২)। ধর্ষণের শিকার শিশুটির বাসা শান্তিনগর এলাকায়। একই গলিতেই থাকতেন কাউসার। শিশুটির মা পোশাক কারখানার কর্মী এবং বাবা নির্মাণ শ্রমিক।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সারাবাংলাকে জানান, বুধবার দুপুরে শিশুটিকে ফুসলিয়ে শান্তিনগর এলাকায় একটি মন্দিরের পাশে নির্জনে নিয়ে ধর্ষণ করে কাউসার। শিশুটির বাবা সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরার পর তাকে কাঁদতে দেখে ঘটনা জানতে চান। তখন ওই শিশু বিষয়টি তার বাবাকে জানায়। একপর্যায়ে আক্রান্ত শিশুটি রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়ে। তার মা থানায় গিয়ে কাউসারের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে কাউসারকে গ্রেফতার করে। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।
‘কাউসারকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ৮-১০ দিন আগে সন্ধ্যার দিকে কাউসার ও তার কয়েকজন বন্ধু গলির মুখে কাগজ ও পলিথিন কুড়িয়ে সেগুলোতে আগুন দেয়। সেখানে শিশুটিও ছিল। পলিথিন থেকে আগুনের উল্কা ছিটকে মেয়েটির গায়ে পড়লে ফোস্কা পড়ে যায়। তার মা সেখানে এসে কাউসার ও তার বন্ধুদের বকাঝকা করেন। এতে কাউসার ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। সুযোগ পেয়ে মেয়েটিকে ধর্ষণের মধ্য দিয়ে সে তার মায়ের ওপর প্রতিশোধ নেয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে,’— বলেন (ওসি) কামরুজ্জামান।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কাউসারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছেন ওসি।
সারাবাংলা/আরডি/টিআর