Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২১ ১৬:৩৬

রোহিঙ্গাসহ আটক যুবক

কক্সবাজার: উখিয়ায় ৭০ হাজার পিস ইয়াবাসহ সারোয়ার কামাল (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট এর পানবাজার পুলিশ ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সারোয়ার কামাল ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই/২ ব্লকের আবুল হোসেনের ছেলে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্প সংলগ্ন রাস্তায় সাদা পোশাকে অবস্থান নেয় আর্মড পুলিশের একটি টিম। আনুমানিক সকাল ৮টার দিকে রোহিঙ্গা সরোয়ার কাধে ব্যাগ নিয়ে চেকপোস্ট এলাকায় এলে সাদা পোষাকে থাকা এপিবিএন সদস্যরা সরোয়ারকে শনাক্ত ও আটক করে। এসময় সরোয়ারের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।

তিনি জানান, আটক সারওয়ার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, সে কয়েকজন অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশে মায়ানমার সীমান্ত থেকে মাদকদ্রব্য কিনে এনে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রি করে।

এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান আর্মড পুলিশের এ কর্মকর্তা।

সারাবাংলা/এসএসএ

ইয়াবাসহ রোহিঙ্গা আটক রোহিঙ্গা আটক

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর