Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেলিটক সেরা রাজস্ব প্রদানকারী, মন্ত্রী মোস্তাফা জব্বারের সন্তোষ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২১ ১৮:৪৪

ঢাকা: টেলিটক বাংলাদেশ লিমিটেড অন‌্যতম সেরা রাজস্ব প্রদানকারীর সম্মাননায় ভূষিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি টেলিটকের চলমান অগ্রগতি আরও বেগবান করতে দৃঢ় অঙ্গীকার ব‌্যক্ত করেন।

সোমবার (১৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে মন্ত্রী জানান, খুবই আনন্দের বিষয় ২০২০-২০২১ অর্থ বছরে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড ১৮তম হয়েছে। অর্থবছরে টেলিটক মোট ১৩৭ কোটি ৩৫ লাখ টাকা ভ‌্যাট, এসডি, এসসি বাবদ দিয়েছে।

উল্লেখ‌্য, এ বছর ভ্যাট সপ্তাহ উপলক্ষে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ৩০টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। টেলিটক বাংলাদেশ লিমিটেড অন‌্যতম সেরা রাজস্ব প্রদানকারী হিসেবে সম্মাননা লাভ করে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী দেশের সবার সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতেও টেলিটক রাষ্ট্রীয় কোষাগারে আরও বেশি পরিমাণে রাজস্ব জমা দিতে পারবে বলেও দৃঢ় আশাবাদ ব‌্যক্ত করেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

টেলিটক মোস্তাফা জব্বার রাজস্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর