Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নজরুল বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব

জাককানইবি করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২১ ১৮:১২

জাককানইবি: বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের যৌথ আয়োজনে ৩দিন ব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১২ থেকে ১৪ ডিসেম্বর এই আয়োজন করা হয়েছে।

গতকাল মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য মো. জালাল উদ্দিন ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ড. এ এইচ এম মাহবুবুর রহমান বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও চলচ্চিত্র গবেষক চেয়ারম্যান, সমাজকর্ম বিভাগ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ, প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন পরিচালক গবেষক ও সম্প্রচারন, প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান প্রক্টর, কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর রেজিস্ট্রার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) প্রদর্শিত হবে একাত্তরের মা জননী (পূর্ণদৈর্ঘ্য), একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি (প্রামাণ্যচিত্র), ভুবন মাঝি (পূর্ণদৈর্ঘ্য) ও সেই রাতের কথা বলতে এসেছি (প্রামাণ্যচিত্র) এবং আগামী ১৪ ডিসেম্বর তারিখ দেখানো হবে স্টপ জেনোসাইড (প্রামাণ্যচিত্র), অনিল বাগচীর একদিন (পূর্ণদৈর্ঘ্য), বর্ধভূমিতে একদিন (প্রামাণ্যচিত্র) ও বিশ্বসভায় বাংলাদেশ (প্রামাণ্যচিত্র)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

চলচ্চিত্র উৎসব নজরুল বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর