Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেতানিয়াহুর ওপর চটেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২১ ১৮:৫৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ ২২:২২

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে বিশ্বাসঘাতক উল্লেখ করে আক্রমণ করেছেন।

মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় ট্রাম্পের অবদান নিয়ে লেখা বইয়ের ব্যাপারে ইসরাইলি সাংবাদিক বারাক রাবিদকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নেতানিয়াহুর ব্যাপারে রাগান্বিত প্রতিক্রিয়া দেখিয়েছেন।

ট্রাম্প বলেন, ইসরাইলকে ধ্বংসের হাত থেকে বাচিয়েছেন তিনি। আর নেতানিয়াহুর জন্য কী না করেছেন? কিন্তু জো বাইডেন ‘ত্রুটিপূর্ণ’ নির্বাচনে বিজয়ী হওয়ার পর সেই নেতানিয়াহুই সবার আগে অভিনন্দন জানালেন; তার তো এতো তাড়াহুড়ার দরকার ছিল না।

অথচ, ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার সুসম্পর্কের কথা ছিল সর্বজনবিদিত। তাদের ব্যক্তিগত সম্পর্কও ছিল হৃদ্যতাপূর্ণ।

সারাবাংলা/একেএম

ডোনাল্ড ট্রাম্প বেনজামিন নেতানিয়াহু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর