প্রত্যেকটি ক্রসফায়ারের তদন্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১১ ডিসেম্বর ২০২১ ১৭:২৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ ১৯:৩২
ঢাকা: র্যাব গঠনের পর দেশে এখন পর্যন্ত যত ক্রসফায়ার হয়েছে তার প্রত্যেকটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ইচ্ছে করলেই ক্রসফায়ার কিংবা গুলি করতে পারে না। যেখানে সমস্যা হয়েছে, সেই ঘটনাতেই মামলা হয়েছে। আর যে ঘটনায় কোনো সমস্যা মেলেনি সেটি ক্লোজ করা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
র্যাবের বর্তমান ও সাবেক ৬ কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে বন্দুকযুদ্ধের যত ঘটনা ঘটেছে, সবগুলোরই কোনো গাফিলতি ছিল কিনা সেজন্য একটি জুডিশিয়াল ইনকোয়ারি হয়। কোথাও গাফিলতি পেলে দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমেরিকান সরকার একটি নিষেধাজ্ঞা দিয়েছে, এই প্রতিবেদনটি এখনও আমার টেবিলে আসেনি। এটা আমাকে দেখতে হবে, এটা কেন তারা কীভাবে, কী কারণে নিষেধাজ্ঞা দিয়েছে— না দেখে পুরো মন্তব্য করা সম্ভব নয়। এ সমস্ত ঘটনার পেছনে কোনো কারণ ছিল বলেই আমাদের কাছে প্রতীয়মান। এ সমস্ত ঘটনা শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ঘটছে।’
‘সন্ত্রাসীরা যখন আগ্নেয়াস্ত্র তাক করে, তখন আমাদের নিরাপত্তা বাহিনীর জীবন রক্ষার্থে হয়তো অনেক সময় গুলি করে থাকে। তখন সেটা তার জন্য বৈধ ছিল। আর তখন সেটা যুক্তিসঙ্গত ছিল কিনা তারও তদন্ত হচ্ছে’, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখন ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে এক ছাদে একজন পকেটে হাত দিয়েছিল। এ অবস্থায় ওই ছেলেটিকে ওই দেশের নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছিল। কই তখন তো মানবাধিকার লঙ্ঘন হতে দেখিনি।’
সারাবাংলা/ইউজে/এমও