Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় ৫ সিএনজি যাত্রী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২১ ১১:৩৫ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ ১৬:০১

ঢাকা: রাজধানীর বনানীতে নৌবাহিনীর হেডকোয়ার্টাসের সামনে প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, সিএনজি যাত্রী আলামিন মিয়া (৫০), দুলাল হোসেন (৩৫), হাবিবুর রহমান (৩০), বেলাল হোসেন ( ৩০) ও রাসেল (৩৫)।

আহতদের প্রতিবেশী মো. শাহআলম জানান, তাদের চারজনের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়। বর্তমানে তেজগাঁও বেগুনবাড়ি রশিদের বাড়িতে ভাড়া থাকেন এবং ডেকোরেটরে কাজ করেন।

তিনি আরও জানান, গতরাতে কাজের জন্য রামপুরা থেকে সিএনজি যোগে বনানীতে যাওয়ার পথে নেভি এয়ারফোর্স হেডকোয়ার্টারের সামনে দুর্ঘটনার শিকার হন তারা। এরমধ্যে আলআমিন ও সিএনজি চালক রাসেল ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রাতে আহত অবস্থায় পাঁচজন হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সিএনজি চালকসহ দুজন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সারাবাংলা/এসএসআর/এএম

বনানী রাজধানী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর