Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে নৌ পুলিশের অভিযানে ৫০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২১ ১৬:১০

বরিশাল: বরিশালের ৫০ মণ জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ ডিসেম্বর) ভোরে নৌ পুলিশের একটি টিম নগরীর দপদপিয়া সেতুর টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যাত্রীবাহী বাস ও ট্রাকে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে।

এসময় বরিশাল নৌ পুলিশের এসপি কফিল উদ্দিন ও সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান উপস্থিত ছিলেন।

এসপি কফিল উদ্দিন জানান, পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর থেকে নিয়মিত জাটকা ঢাকা যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়। পরে জব্দ করা মাছগুলো বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।

সারাবাংলা/এমও

৫০ মণ জাটকা জাটকা জব্দ নৌ পুলিশ বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর