মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রসি (এনএলডি) নেতা অং সান সু চিকে করোনাকালে আরোপিত বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
সোমবার (৬ ডিসেম্বর) এই রায়ের খবর জানিয়েছে বিবিসি।
এদিকে, সু চির বিরুদ্ধে দায়ের করা ১১টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তার মধ্যে প্রথম মামলার রায় ঘোষণা হলো। সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন জেলে থাকতে হতে পারে তাকে।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। তারপর সামরিক আইন জারি করে জান্তা প্রধানের দায়িত্ব নেন সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।