Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরমী কবি হাসন রাজার মৃত্যুবার্ষিকী আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২১ ১০:৪৪ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২১ ১২:২৫

সুনামগঞ্জ: মরমী সাধক হাসন রাজার ৯৯তম মৃত্যুবার্ষিকী সোমবার (৬ ডিসেম্বর)। ১৯২২ সালের এই দিনে তার মৃত্যু হয়। হাসন রাজার গবেষণা, সাধনা ও শিল্পকর্ম ছিল গণকল্যাণমুখী। তিনি একইসঙ্গে জমিদার এবং সুরসাধক ছিলেন।

১৮৫৪ সালের সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রীর ধনাঢ্য জমিদার পরিবারে জন্ম নেওয়া মরমী সাধক হাসন রাজা প্রায় ২০০ গান রচনা করেছেন। তার গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী যেমন উচ্চারিত হয়েছিল তেমনি ছিল আধ্যাত্মিকতা। সব ধর্মের বিভেদ অতিক্রম করে তিনি গেয়েছেন মাটি ও মানুষের গান।

বিজ্ঞাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ১৯২৫ সালে কলকাতায় এবং ১৯৩৩ সালে লন্ডনের হিবার্ট বক্তৃতায় হাসন রাজার দুটি গানের প্রশংসা করেছিলেন। শহরের তেঘরিয়ার জন্মভিটায় হাসনরাজা মিউজিয়ামকে একটি পূর্ণাঙ্গ মিউজিয়াম হিসাবে গড়ে তোলার দাবি পর্যটকসহ হাসন রাজা প্রেমিদের। একইভাবে তার সুরের বিকৃতিরোধেও কার্যকর উদ্যোগের দাবি ভক্তদের।

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন সারাবাংলাকে বলেন হাসনরাজার শততম মৃত্যুবার্ষিকীতে উৎসব আয়োজনের প্রস্তুতির কথা জানিয়ে বললেন, জমি পেলে হাসনরাজা মিউজিয়াম করার উদ্যোগও নেবে সংস্কৃতি মন্ত্রণালয়।

লোক সংস্কৃতির শক্তিধর মহাজন হাসনরাজাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারি উদ্যোগের দাবি জানালেন হাসন রাজার প্রপৌত্র সামারিন দেওয়ান। হাসন রাজার জন্ম মৃত্যু বার্ষিকী সরকারি উদ্যোগে পালনের দাবিও করেন তিনি।

সারাবাংলা/একেএম

হাসন রাজা