Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযু‌দ্ধে’ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২১ ১২:১৬ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২১ ১২:১৭

প্রতীকী ছবি

ভোলা: ভোলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যা‌ব) সঙ্গে কথিত বন্দুকযু‌দ্ধে দুইজন নিহত হ‌য়ে‌ছেন। নিহতরা জলদস্যু ছিলেন বলে দাবি করেছে র‌্যাব। ত‌বে নিহ‌তদের নাম এবং প‌রিচয় এখনো জানা যায়‌নি।

রোববার (৫ ডি‌সেম্বর) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে দ‌ক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. সাখাওয়াত হো‌সেন এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।

এ বিষয়ে সাখাওয়াত হো‌সেন জানান, আজ (রোববার) ভো‌রের দি‌কে দ‌ক্ষিণ আইচা থানার চর কুক‌রি মুক‌রি ইউনিয়নের ১ নম্বর ওয়া‌র্ডে জা‌লিয়া খা‌লের পা‌শে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় র‌্যাব‌কে লক্ষ ক‌রে গু‌লি করে জলদস্যুরা। প‌রে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গু‌লি ছো‌ড়ে। এতে দুইজন জলদস‌্যু নিহত হয়। নিহ‌তদের লাশ দ‌ক্ষিণ আইচা থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে।

ভোলা জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, দক্ষিণ আইচা থানা পুলিশ ২টি মরদেহ উদ্ধার করেছে। তবে এখনো বিস্তারিত পাওয়া যায়নি। ওই এলাকায় র‍্যাবের অভিযান চলছে।

তবে এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/এনএস

টপ নিউজ নিহত ২ বন্দুকযুদ্ধ ভোলা র‍্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর