ফতুল্লায় জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ ৪
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২১ ০৯:০৯ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২১ ১২:৪৯
৫ ডিসেম্বর ২০২১ ০৯:০৯ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২১ ১২:৪৯
নারায়ণগঞ্জ: ফতুল্লার কায়েমপুরে একটি বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার পাইপ লিকেজ থেকে অগ্নিকাণ্ডে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (৪ ডিসেম্বর) রাতে কায়েমপুর বিলাস নগর এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- গনি মিয়া, সাঈদ, মিলন ও চায়না বেগম। তারা ছয়তলা ওই ভবনের পঞ্চম তলার ভাড়াটিয়া। তাদের উদ্ধার করে শেখ হাসিনা প্লাস্টিক এন্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা সবাই গার্মেন্টসের জুট গোডাউনের শ্রমিক।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ- পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে গ্যাস বেরিয়ে রুম ভর্তি ছিল। তারা কর্মস্থল থেকে এসে চুলা ধরানোর সময় এ ঘটনা ঘটে।
সারাবাংলা/এএম