Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আক্রান্ত হাসান আরিফ আইসিইউতে

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২১ ১৯:২০ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২১ ২২:২৩

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে দেশের খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৪ ডিসেম্বর) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

তিনি বলেন, কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন হাসান আরিফ। তিনি এরপরে কোভিড-১৯ সংক্রমণ শনাক্তকরণের জন্য নমুনা জমা দেন বৃহস্পতিবার (২ ডিসেম্বর)। সেদিনই তার নমুনায় কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয়। এরপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পরে অবস্থার একটু অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়।

বিজ্ঞাপন

তবে বর্তমানে আইসিইউতে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানান গোলাম কুদ্দুছ।

অসুস্থ এ শিল্পীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গোলাম কুদ্দুছ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই দেশের আবৃত্তি ও সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন হাসান আরিফ।

সারাবাংলা/এসবি/একে
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো