।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর গুলশান প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গুলশান প্লাজায় আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে মার্কেটের দোকান মালিকদের সঙ্গে কথা বলা হচ্ছে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
আরও পড়ুন
সারাবাংলা/এসআর/এমএইচ