শিপ ইয়ার্ডে মাথায় লোহার পাত পড়ে শ্রমিকের মৃত্যু
স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২১ ১৬:৪৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০২১ ১৬:৫১
২ ডিসেম্বর ২০২১ ১৬:৪৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০২১ ১৬:৫১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে মাথায় লোহার পাত পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সলিমপুরে এনবি শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মনির (৩৮) সলিমপুর গ্রামের মৃত মো. মনসুরের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক সারাবাংলাকে বলেন, ‘ইয়ার্ডে জাহাজ কাটার সময় মাথায় লোহার পাত পড়ে গুরুতর আহত হন মনির। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়েছে।’
সারাবাংলা/আরডি/এমও