Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মামলা ৯০ দিনে নিষ্পত্তির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২১ ২০:২১

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে হওয়া মামলাসমূহ ৯০ দিনে নিষ্পত্তি করার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার (১ ডিসেম্বর) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের সকল অধস্তন ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলার অভিযোগপত্র বিচারিক আদালতে প্রাপ্তির ৯০ কার্যদিবসের মধ্যে আবশ্যিকভাবে মামলা নিষ্পত্তির নির্দেশ প্রদান করা হলো।’

উক্ত সময়সীমার মধ্যে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে তার কারণ উল্লেখপূর্বক ব্যাখ্যা সুপ্রিম কোর্টে পাঠানোর নির্দেশ প্রদান করা হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।’

সারাবাংলা/কেআইএফ/একে

মামলা সাম্প্রদায়িক সম্প্রীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর