Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে আ.লীগ প্রার্থীকে হারিয়ে ফের মেয়র মধু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২১ ২২:৩৯

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনসুরুল হককে ৫৫৯ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন মহসিন মিয়া মধু। এ নিয়ে তিনি শ্রীমঙ্গল পৌরসভায় চার বার মেয়র নির্বাচিত হলেন।

রোববার (২৮ নভেম্বর) রাতে ভোট গণনা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, নির্বাচনে নারিকেল প্রতীকে বর্তমান মেয়র মহসিন মিয়া মধু পেয়েছেন ৫ হাজার ৯৮৯ ভোট। আর নৌকা প্রতীকে সৈয়দ মনসুরুল হক পেয়েছেন ৫ হাজার ৪৩০ ভোট।

শ্রীমঙ্গল পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই প্রথম ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সর্বশেষ ২০১১ সালে শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন হয়েছিল। নির্বাচনে ভাতিজা মহসিন মিয়া মধুর কাছে হেরে যান তৎকালীন পৌর মেয়র মো. আহাদ মিয়া। এরপর মেয়াদ শেষ হলেও নানান আইনি জটিলতার কারণে নির্বাচন হয়নি। প্রায় ১১ বছর পর শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন হলো।

সারাবাংলা/পিটিএম

মেয়র শ্রীমঙ্গল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর