Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ নভেম্বরই শেষ দিন, সময় বাড়ছে না রিটার্ন দাখিলে

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২১ ১৯:৩৮

ঢাকা: আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় আগামী ৩০ নভেম্বর। এরপর আর কোনো সময় বাড়ানো হবে না। এরপর রিটার্ন দাখিল করতে গেলে জরিমানা দিতে হবে।

সোমবার (২৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একাধিক সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে সময় না বাড়ানোর বিষয়ে জানা গেছে।

এনবিআর সূত্রে জানা যায়, রিটার্ন দাখিলে সময় আর বৃদ্ধি করা হবে না। ই-আইটিএনধারী করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন দাখিল করতে হবে। যারা এই সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হবেন তারা জরিমানার মুখোমুখি হবেন। তাই সবচেয়ে বেশি ভালো ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করা।

এদিকে এনবিআর বলছে, দেশে ৬৮ লাখের মতো কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) আছেন। যার মধ্যে ২৫ লাখের মতো টিআইএনধারী নিয়মিত রিটার্ন দেন।

অপরদিকে, করোনার কারণে গতবছরও জাঁকজমকভাবে কর মেলা হয়নি। এবছরও মেলা হচ্ছে না। তবে দেশের প্রতিটি কর অঞ্চলে মেলার আদলে সেবা মিলছে।

২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সময় থাকে।

সারাবাংলা/এসজে/এমও

৩০ নভেম্বর আয়কর রিটার্ন রিটার্ন দাখিল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর