আগুন নিভিয়ে ফেরার পথে ফায়ার ফাইটারের মৃত্যু
২৬ নভেম্বর ২০২১ ১৯:৩৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ০০:০১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর সাগরিকায় রাসায়নিকের গুদামে আগুন নিভিয়ে ফেরার পথে ফায়ার সার্ভিসের এক কর্মী অসুস্থ হয়ে মারা গেছেন।
শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন- চট্টগ্রামে রাসায়নিক কারাখানায় আগুন
মৃত মো. মিলনের (৩৮) বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। তিনি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন।
শুক্রবার সকাল ১০টা ৩৫ মিনিটে সাগরিকা শিল্প এলাকায় হোমলেন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি নামে একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের আটটি গাড়ি। আগুন নেভাতে কর্মরতদের মধ্যে মিলনও ছিলেন। সকাল সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর ২টার দিকে তারা স্টেশনে ফিরছিলেন।
ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ সারাবাংলাকে বলেন, ‘গাড়িতে ফেরার পথে বুকে ব্যথা অনুভব করেন মিলন। এসময় তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসক জানিয়েছেন।’
সারাবাংলা/আরডি/টিআর